দেশজুড়ে

আমের ট্রাকে ফেনসিডিল

টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকা থেকে আমবোঝাই একটি ট্রাকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের ব্যবহৃত ট্রাক, মোবাইল ও টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান।

আটকরা হলেন- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার জয়ডাঙ্গী এলাকার মো আমিরুলের ছেলে মো. রনি ইসলাম (২৫), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার রগুনাথপুর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মামুন (৩০) ও একই থানার ঘিদ্র গড়গাঁও এলাকার মৃত ছোট মোহাম্মদের ছেলে মো. আফসার আলী (২৫)।

মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে একটি আমবোঝাই ট্রাকসহ ওই তিনজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা ৩০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস