নাটোরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) রত্না আহমেদের বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) রাতে বাসার পেছনের জানালার গ্রিল ভেঙে চোর ভেতরে প্রবেশ করে। তবে এমপি রত্না আহমেদ ঢাকায় থাকায় কী কী চুরি গেছে তা জানাতে পারেননি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সংসদ অধিবেশন চলায় নাটোর-নওগাঁ অঞ্চলের সংরক্ষিত নারী আসনের এমপি রত্না আহমেদ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার ছেলে ও মেয়ে আমেরিকা প্রবাসী। ফলে বাসায় কেউ ছিল না। এ সুযোগে চোর বাসার পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বটি ও হাসুয়া দিয়ে আলমারি ও ওয়ারড্রব ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, চোর একজোড়া সোনার বালা ছাড়া আর কিছু নিতে পারেনি।
এমপি রত্না আহমেদ জানান, তার বাসায় কিছু কাগজপত্র ছাড়া মূল্যবান কিছু ছিল না। রাজনৈতিক কারণেই তার বাসায় চুরির ঘটনা ঘটেছে।
নাটরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পারিপার্শ্বিক বিষয় এবং সিসিটিভির ফুটেজ দেখে চোরকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তাকে গ্রেফতার করতে পারলেই মূল রহস্য বেরিয়ে আসবে।
রেজাউল করিম রেজা/আরএআর/পিআর