অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দিনাজপুরের বিরামপুরের সাতটি ওষুধের দোকানিকে ৬৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স বিরামপুর মেডিসিন কর্নার নামে একটি ওষুধের দোকান থেকে চার বস্তা অনুমোদনহীন বিদেশি ওষুধ ও স্যাম্পল জব্দ করা হয়।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জেলা সহকারী পরিচালক (ওষুধ) এসএম সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত মেসার্স বিরামপুর মেডিসিন কর্নারকে ৫০ হাজার টাকা, শাহারা ফার্মেসিকে দুই হাজার টাকা, তাহরিম ফার্মেসিকে দুই হাজার টাকা, লিপি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, বিশ্বশান্তি আয়ুরর্বেদি ওষুধালয়কে দুই হাজার টাকা, রিপন হোমিও হলকে তিন হাজার টাকা এবং রুকিনা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম বলেন,দীর্ঘদিন থেকে বিরামপুরের বেশ কিছু ফার্মেসিতে অনুমোদনহীন বিদেশি ও দেশি ওষুধ বিক্রি হচ্ছিল। অভিযোগে পেয়ে বুধবার জেলা সহকারী পরিচালক (ওষুধ) এসএম সুলতানুল আরেফিনকে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় শহরের সাতটি ওষুধের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়। দোকানগুলোকে মোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর