কক্সবাজারের টেকনাফে খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে রহিম উল্লাহ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রহিম উল্লাহ সাবরাং ডেইল পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। তার ঘাতক খালাতো ভাই মো. দেলোয়ার বর্তমানে পলাতক রয়েছেন।
স্থানীয় ইউপি মেম্বার মো. শরীফ হোসেন জানান, নিহত রহিম ও অভিযুক্ত খালাতো ভাই একই ভিটায় পাশাপাশি বসবাস করতেন। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান দেলোয়ার। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে কথা কাটাকাটি হয়েছিল তা জানা যায়নি।
টেকনাফ থানার ডিউটি অফিসার নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে রাত দশটার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তের চেষ্টা চলছে।
সায়ীদ আলমগীর/এমএসএইচ