এক সময়ের রাজপথের লড়াকু সৈনিক দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দবিরুল ইসলামের (৫২) চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. প্রশাসক মাহমুদুল আলম।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে অনুদানের এ টাকা তুলে দেয়া হয়। দবিরুল ইসলাম ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন বিনা চিকিৎসায় অসহায় জীবনযাপন করছিলেন। এছাড়াও ক্যান্সারে আক্রান্ত কাজী কামরুন নেছা নামের এক নারীকেও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর তার এ অসহায়ত্ব তুলে ধরে অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম। তাকে নিয়ে লজ্জায় অসহায়ত্বের কথা বলতে পারছেন না ছাত্রলীগের সাবেক সভাপতি সংবাদ প্রকাশ হলে ওই সময় দেশের অনেক রাজনীতিবিদ ও হৃদয়বান মানুষ এগিয়ে আসেন। তবে তেমন কোনো সহযোগিতা তিনি তখন পাননি। সরকারিভাবেও পাননি কোনো অনুদান।
২০১৬ সালের ৬ ডিসেম্বর ব্রেন স্ট্রোক করেন দবিরুল ইসলাম। এরপর থেকে তিনি বিনা চিকিৎসায় বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছেন।
এমএএস/পিআর