বিনোদন

ডেন্টিস্ট্রি আমার প্রাথমিক অগ্রাধিকার : নায়লা নাঈম

ফেসবুকে খোলামেলা ছবি প্রকাশের জন্য ভার্চুয়াল জগতের সমালোচিত মডেল নায়লা নাঈম। তাকে ঘিরে অনলাইন পোর্টাল গুলোর প্রকাশ করছে নানা রকম সংবাদ। সে সব সংবাদের সূত্র ধরেই ৪ নভেম্বর এ মডেল তার ফেসবুক পেইজে হলুদ সাংবাদিকতা নিয়ে একটি স্ট্যাটাস দেন।  জাগো নিউজের পাঠকদের জন্য তার এ স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।  নায়লা নাঈম : প্রায় সময়ই ফটোশুট করার জন্য বিভিন্ন পত্রিকা অফিস থেকে আমন্ত্রণ পেয়ে থাকি। যেহুতো, আমি ডেন্টিস্ট সুতরাং ডেন্টিস্ট্রি আমি পেশা হিসাবে ডেন্টিস্ট্রি আমার প্রাথমিক অগ্রাধিকার এবং এরপর মিডিয়ার অবস্থান। ডেন্টিস্ট্রিতে ব্যস্ততার কারনে সব ফটোশুটের আমন্ত্রণ রক্ষা করতে না পারার কারনে আমার বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে হলুদ সাংবাদিকতার জন্য কুখ্যাত এবং অখ্যাত কিছু পত্রিকায় এবং নিউজপোর্টালে আমাকে নিয়ে মনগড়া প্রতিবেদন প্রকাশ করছে, যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, হাস্যকর ও বাস্তবতা বিবর্জিত। এছাড়াও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, সম্মানিত সাংবাদিক সমাজকে প্রতিনিধিত্ব করে না এবং হলুদ সাংবাদিকতার সাথে সম্পৃক্ত অখ্যাত একজন আমাকে নিয়ে হাস্যকর স্ট্যাটাস দিয়ে বিখ্যাত হবার চেষ্টা করছেন। যান্ত্রিক এই নগরে বিনোদনের বড়ই অভাব। মাঝে মাঝে হাস্যকর এরূপ প্রতিবেদন ও স্ট্যাটাস দেখে একঘেয়ে এই জীবনে ভালোই লাগে, নতুন করে বেঁচে থাকার প্রেরণা পাই।