দেশজুড়ে

স্ত্রীর দুই ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার জলছত্র মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মৈনম ইউনিয়নের চকউলী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৪৭) ।

মান্দা থানা পুলিশের ওসি (তদন্ত) তারেকুর রহমান বলেন, সকাল ১০টার দিকে আব্দুল মান্নান তার স্ত্রী শেফালী বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার জলছত্র মোড়ে শাখা রাস্তা থেকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে শেফালী বেগম ও বিকেলে সাড়ে ৩টার দিকে তার স্বামী আব্দুল মান্নান মারা যান। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আব্বাস আলী/আরএআর/এমকেএইচ