বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০১৫ শুরু হতে যাচ্ছে সোমবার। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।২ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। রোববার বিকাল ৪ টায় প্রতিযোগিতার উদ্বোধন রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করবেন।এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৬টি দেশের ১০৪ জুনিয়র টেনিস তারকা অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে ৬৮ ও মেয়ে ৩৬ জন। অংশ নেওয়া দেশের মধ্যে অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, জার্মানি, হংকং, ভারত, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা ও সিরিয়া রয়েছে।আরটি/এএইচ/আরআইপি