দেশজুড়ে

চাঁদপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার

সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে চাঁদপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়ার সাড়ে চার ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি বলেন, যারা বৈধভাবে যানবাহন চালাচ্ছেন তারা দীর্ঘদিন যাবত অবৈধ যানবাহন ও চালকদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। অবৈধ যানবাহন বন্ধের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাই মঙ্গলবার সকাল ৭টা ৩৫ থেকে চাঁদপুর থেকে সারাদেশে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এ ধর্মঘট প্রত্যাহার করে দুপুর ১২টা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

বাস শ্রমিক মো. শুক্কুর খান বলেন, আমরা বাস শ্রমিকরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার। সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার কোনো অনুমোদন নেই।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমরা শ্রমিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের কথা শুনে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।

আরএআর/পিআর