দেশজুড়ে

দুর্ভোগ লাঘবে উল্লাস করে বাঁধ কাটল এলাকাবাসী

দীর্ঘ ১৭ বছর পর জন দুর্ভোগ লাঘবে কেটে দেয়া হলো গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুজুর্গোকোনা এলাকার একটি খালের বাঁধ। বাঁধটি কাটার সময় উল্লাসে ফেটে পড়েন এলাকাবাসী। এর ফলে প্রায় ২০টি গ্রামের মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন তারা ।

গতকাল সোমবার (২৪ আগস্ট) কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের উপস্থিতিতে পাড়কোনা-পয়সারহাট খালের বুজুর্গকোনা নামক স্থানে নির্মিত বাঁধটি কেটে দেয়া হয়। এ সময় এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।

জানা গেছে, পাড়কোনা-পয়সারহাট খালের বুজুর্গোকোনা নামক স্থানে বাঁধ দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ২০০৩ সালে একটি ব্রিজ নির্মাণ করা হয়। কাজ শেষ করার পরে ঠিকাদারী প্রতিষ্ঠান বাঁধটি না কেটেই চলে যায়। এরপর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রশি টানাটানির কারণে দীর্ঘ প্রায় ১৭ বছর যাবৎ খালের বাঁধটি কাটা হয়নি। অবশেষে এলাকাবাসীর দাবির মুখে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সোমবার কেটে ফেলা হয় বাঁধটি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ বলেন, এ বাঁধটি কেটে দেয়ার ফলে উত্তরপাড়া, পূর্বপাড়া, বান্ধাবাড়ি, বটবাড়ি, খাকবাড়ি, আমবাড়ি, জটিয়ারবাড়িসহ প্রায় ২০টি গ্রামের মানুষ উপকৃত হবে। পাশাপাশি এসব এলাকার মানুষের নৌ-যাতায়াত ও বোরো আবাদের সুবিধা হবে।

উত্তরপাড়া গ্রামের বদিউজ্জামান বলেন, খালটিতে বাঁধ থাকার কারণে আমাদের এলাকার প্রায় ৩০ হাজার মানুষের বোরো আবাদে সমস্যা হতো। আমরা সেচ সুবিধা পেতাম না। এখন আমাদের আর সমস্যা হবে না। বিল থেকে ধান কেটে সহজেই বাড়ি নিয়ে আসতে পারবো।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান জানান, বাঁধটি এলাকার প্রায় ২০টি গ্রামের মানুষের জন্য জনদুর্ভোগ হয়ে দাঁড়িয়েছিল। প্রায় ১৭ বছর পরে এলাকার জনগণ দুর্ভোগমুক্ত হলো। বাঁধটি কেটে দেয়ায় এলাকার জনগণ ধান, মাছ ও নৌ-যাতায়াতের জন্য উপকৃত হবেন।

এমএএস/এমএস