দেশজুড়ে

গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।আগুন লাগার কারণ এবং কতটি ঝুটের গুদামে আগুন লেগেছে তা জানা যায়নি। রাত পৌনে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

মো. আমিনুল ইসলাম/এমএসএইচ