দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৬ ও নারী ৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৮০২ জনে। তবে ২৪ ঘণ্টায় বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কোনো রোগী মারা যায়নি।
মৃত ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে চারজন এবং রংপুর বিভাগে দুজন রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পর্যন্ত করোনায় মোট মৃত চার হাজার ৮০২ জনের মধ্যে বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ৩৩৯ জন (৪৮ দশমিক ৭১ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮ জন (২০ দশমিক ৯৯ শতাংশ), রাজশাহী বিভাগে ৩২৩ জন (৬ দশমিক ৭৩ শতাংশ), খুলনা বিভাগে ৪০৬ জন(৮ দশমিক ৪৫ শতাংশ), বরিশাল বিভাগে ১৮০ জন (৩ দশমিক ৭৫ শতাংশ), সিলেট বিভাগে ২১৬ জন (৪ দশমিক ৫০ শতাংশ), রংপুর বিভাগে ২২৮ জন (৪ দশমিক ৭৫ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০২ জন (২ দশমিক ১২ শতাংশ) রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৬৪৮টি নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি।
এমইউ/এমএসএইচ/পিআর