দেশজুড়ে

পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের যোগপাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- ফতেজঙ্গপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মৃধার ছেলে বাঁধন মৃধা (৮) ও তার শ্যালক আবু সুফিয়ান (৬)।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে নড়িয়া যোগপাট্টা এলাকায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় ওই দুই শিশু। পরে দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

ছগির হোসেন/আরএআর/জেআইএম