দেশজুড়ে

নোয়াখালীতে ভুয়া এনএসআই সদস্য গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীর থানারহাট এলাকা থেকে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্য পরিচয়দানকারী শরিফুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। শরিফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার মাহুতলা গ্রামের সানা উল্যাহর ছেলে।

জানা গেছে, এনএসআই পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে হয়রানি, হুমকি-ধমকি, চাঁদাবাজি করে আসছিলেন শরিফুল ইসলাম। পরে সাধারণ মানুষের অভিযোগে জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ী থানা পুলিশ তাকে থানারহাট এলাকায় অভিযান চালিয়ে আটক করে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক এনএসআই পরিচয় প্রদানকারী শরিফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মিজানুর রহমান/এমএসএইচ