বিনোদন

মা হওয়ার পর কোয়েল মল্লিকের প্রথম ভিডিও ভাইরাল

করোনার ধকল ও মা হওয়ার লম্বা ছুটি শেষে আবারও শুটিং ফ্লোরে ফিরেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আগেই সেই ছবি শেয়ার করে আনন্দের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

এবার শুটিং ফ্লোরে যাওয়ার সময়ের একটি ভিডিও শেয়ার করলেন তিনি। লাল রঙের পোশাকে কোয়েলের নতুন এই ভিডিওটি পেয়ে ভক্তরা উচ্ছ্বসিত। সবাই প্রিয় অভিনেত্রীকে স্বাগত জানান আবারও সিনেমায়।

মা হওয়ার পর করোনায় আক্রান্ত হন কোয়েল মল্লিক। ফলে বেশ কিছুদিন ক্যামেরা, লাইটের বাইরেই ছিলেন তিনি। কোয়েলের পাশাপাশি নিসপাল সিং রানেও করোনার থাবা থেকে রক্ষা পাননি।

কোয়েল, নিসপালের পাশাপাশি রঞ্জত মল্লিক এবং তার স্ত্রী দীপা মল্লিকও আক্রান্ত হন কোভিডে। মল্লিক বাড়ির সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই প্রায় শোরগোল শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।

সুস্থ হয়ে নিজেই সবাইকে জানিয়ে দিলেন কোয়েল সেই খবরটি। সেই সঙ্গে সবাইকে সাবধানে থাকারও পরামর্শ দেন তিনি।

দেখুন কোয়েল মল্লিকের সেই ভিডিও :

      View this post on Instagram    

#FeelItReelIt #FeelKorboReelKorbo #PujoFeelershaateyReel

A post shared by Koel Mallick (@yourkoel) on Sep 27, 2020 at 4:05am PDT

এলএ/পিআর