দেশজুড়ে

মুন্সিগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

মুন্সিগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে জেলার লৌহজংয় উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (৩০) পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের বাঘ্রা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

লৌহজং থানার এসআই রকিবুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের চানখার বাড়ি নামক স্থানে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে।

তিনি বলেন, প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর অবস্থায় গাড়িতে করে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় লৌহজং থানার পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। রাত সাড়ে ১০টার সময় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সাইফুলের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।

এর আগে, কুড়িগ্রামের উলিপুরে বাদশা মিয়া (৫০) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা।

সোমবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাদশা মিয়া বাড়ি থেকে অটোরিকশাটি নিয়ে বের হলে রাতে আর ফেরেননি। পরে সোমবার সকালে পাশের দুর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার একটি ধান ক্ষেতে লাশ পড়ে থাকার খবর পেয়ে বাদশা মিয়ার লাশ শনাক্ত করেন স্বজনরা।

এমআরএম