জয়পুরহাটের আক্কেলপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মন্ডল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কানুপুর হালির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে কানুপুর হালির মোড় এলাকায় মাত্র এক শতক জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলায় জুয়েল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আব্দুল লতিফ খান আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের আলিম হোসেন, তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের স্বজন মারুফা বেগমকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রাশেদুজ্জামান/আরএআর/জেআইএম