অবৈধভাবে গড়ে ওঠা কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ীতে দুই শতাধিক শামুক-ঝিনুকের দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্বদাতা কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদেকুর রহমান জানান, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সৈকতের লাবণী পয়েন্ট মূলত পর্যটকদের আনাগোনার প্রধান স্পট। সেখানে অবৈধভাবে গড়ে ওঠে দুই শতাধিক শামুক-ঝিনুকের ঝুপড়ি দোকান। তিনটি সমবায় সমিতির অধীনে এ দোকানগুলো পরিচালিত হতো। দোকানগুলোর কারণে সৈকতের শ্রীহানি ঘটছিল। তাই বিচ ম্যানেজমেন্ট কমিটির সভার সিদ্ধান্তে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।উচ্ছেদ অভিযানে ২০ পুলিশ সদস্য নিয়ে অংশ নেন কক্সবাজার টুরিস্ট পুলিশের ওসি সত্যজিৎ বড়ুয়া। সৈকতে যেন এ রকম অবৈধ স্থাপনা আর গড়ে উঠতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবে পুলিশ।