দেশজুড়ে

ধর্ষণ-সহিংসতার বিরুদ্ধে শপথ নিল ২০ সংগঠন

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাজপথে শপথ নিয়েছেন ফরিদপুরের ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আয়োজিত মানববন্ধনে তাদেরকে যৌন নিপীড়ন বিরোধী শপথ বাক্য পাঠ করান নারী নেত্রী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।

শপথ পাঠে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেন। নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মত নিকৃষ্ট কর্ম থেকে সর্বদা বিরত থাকিব। সকল বয়সের নারী ও পুরুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করিব। যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড দেখলে নিঃসংকোচে বীরদর্পে প্রতিবাদ করিব। দেশের আইনের প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করিব বলে শপথ নেন তারা।

মানববন্ধনে নন্দিতা সুরক্ষা, ৬৪ ডি ইনিশিয়েটিভস, চল পাল্টাই, স্বেচ্ছাসেবী বন্ধু মহল, বিডি ক্লিন ফরিদপুর, মানুষ মানুষের জন্য, মানবতার কল্যাণে ফরিদপুর, উৎসর্গ পরিবার, অনুপ্রয়াস, উদ্যম, কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অর্গানাইজেশন, তরুছায়া, কিং কারাতে বাংলাদেশ, রেডিও ফরিদপুর, প্রচেষ্টা, একতা ফাউন্ডেশন, উইথ শি ও উৎস ফরিদপুরের সদস্যরা অংশ নেন।

বক্তব্য দেন নন্দিতা সুরক্ষার তাহিয়্যাতুল জান্নাত রেমি, অনুপ্রয়াসের আবিদ শরীফ, ৬৪ ডি ইনিশিয়েটিভসের আরমান হোসেন, চল পাল্টাইয়ের সোহানসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধর্ষণ সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। এই মুহূর্তে দেশে কেউ নিরাপদ নয়। ধর্ষিতার ভিডিও ভাইরাল হয়। কিন্তু ধর্ষকের ভিডিও ভাইরাল হয় না।

তারা বলেন, ধর্ষকদের কোনো দলের অভাব হয় না, কারণ তারা কোনো না কোনো দলের ছত্রছায়ায় একই কাজ বারবার করে পার পেয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিচয় হিসেবে নয়, একজন ধর্ষক হিসেবে শাস্তি দিলে সমাধান হবে।

বি কে সিকদার সজল/আরএআর/এমএস