দেশজুড়ে

গৃহবধূকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামে গৃহবধূকে ধর্ষণের দায়ে যোষেক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যোষেক জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত ঠাকুরের ছেলে।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি স্পেশাল পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৮ জানুয়ারি রাতে যোষেক ওই গৃহবধূকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে অজ্ঞান অবস্থায় প্রতিবেশীরা ওই গৃহবধূকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

পরবর্তীতে ওই গৃহবধূ বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন। তবে আসামি যোষেক পলাতক রয়েছেন।

রাশেদুজ্জামান রাশেদ/আরএআর/এমএস