দেশজুড়ে

দুই পায়ের রগ কেটে দেয়া সেই শিক্ষকের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দুই পায়ের রগ কেটে দেয়া স্কুলশিক্ষক সাইফুল ইসলাম শফিকুল (৫৫) মারা গেছেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম শফিকুল গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝ বাড়ি গ্রামের মৃত হাই তুল্লাহ প্রমাণিকের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের দক্ষিণপাড়া তালদহ মাঠ থেকে তাকে দুই পায়ের রগ কাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সাইফুল ইসলাম শফিকুল বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া শহরের নারুলীর বাসা থেকে বের হয়ে দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ে যান। সারাদিন তিনি দুর্গাহাটা এলাকায়ই ছিলেন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে মাঝবাড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পথে তালদহ মাঠে কাঁচা রাস্তার ওপর দুই পায়ের রগ কাটা এবং মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ শফিকুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজ মন্ডল বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরএআর/পিআর