দেশজুড়ে

মালামাল লুটে ব্যর্থ হয়ে প্রতিবন্ধী যুবককে হত্যা

বগুড়ার শাজাহানপুরে বাড়ির মালামাল লুট করতে ব্যর্থ হয়ে শিপন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের দিলবর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তিনজন ব্যক্তি শিপনের চাচা মৃত রশিদ ড্রাইভারের বাড়িতে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা করে। এ সময় ওই বাড়িতে অবস্থানরত প্রতিবন্ধী শিপন চিৎকার শুরু করলে তারা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, দুর্বৃত্তরা একটি মোবাইল ফোন ছাড়া অন্য কোনো মালামাল লুট করতে পারেনি। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

আরএআর/এমএস