দেশজুড়ে

ঘরে ঢুকে যুবকের প্রাণ নিল সাপ

বন্যার পানিতে ভেসে আসা বিষধর সাপের কামড়ে গাইবান্ধার পলাশবাড়ীতে হাবিবুর রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাবিবুর রহমান পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান, শুক্রবার (৯ অক্টোবর) রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন হাবিবুর রহমান। গভীর রাতে বন্যার পানিতে ভেসে আসা একটি বিষধর সাপ ঘরে ঢুকে তাকে কামড় দেয়।

পরে তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সকালে সেখানে তার মৃত্যু হয়।

জাহিদ খন্দকার/আরএআর/এমএস