দেশজুড়ে

এবার এমপি বাবলুর ফেসবুকে নগ্ন ছবি, থানায় জিডি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে ছবির পোজ দিয়ে সমালোচিত হওয়া বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর ফেসবুকে এবার নগ্ন ছবির দেখা মিলেছে।

এ ঘটনায় ঢাকার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন এমপি রেজাউল করিম বাবলু। ঢাকার তেজগাঁও থানা পুলিশের ওসি সালাউদ্দিন মিয়া জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমপি বাবলু বলেন, কে বা কারা আমার ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে অস্ত্র ও নগ্ন ছবি পোস্ট করেছিল। বিষয়টি জানতে পেরে শুক্রবার ঢাকার তেজগাঁও থানায় জিডি করি। সঙ্গে সঙ্গে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করেছি। একজন সংসদ সদস্যের মানহানি করতে ষড়যন্ত্রমূলক এ ধরনের হীন কাজ হচ্ছে। এজন্য দুঃখপ্রকাশ করছি আমি।

রোববার দুপুরে এমপি রেজাউল করিম বাবলুর ফেসবুক টাইমলাইনে খোঁজ করে নগ্ন ছবি খুঁজে পাওয়া যায়নি।

এমপি রেজাউল করিম বাবলু ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।

ইতোমধ্যে তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করে কৌশলে বিএনপির সমর্থন নিয়ে গণমাধ্যমে তা প্রচার করে রাতারাতি এমপি হন রেজাউল করিম বাবলু।

অল্প দিনেই গাড়ি-বাড়িসহ বিপুল ধন-সম্পদের মালিক হন তিনি। এর পেছনে টিআর, কাবিখা, কাবিটা, নিয়োগ, সুপারিশপত্রসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এএম/জেআইএম