খেলাধুলা

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবলে নৌবাহিনী চ্যাম্পিয়ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ৯০-৪৪ পয়েন্টে বাংলাদেশ বিমানবাহিনীকে পরাজিত করেছে। প্রথমার্ধে বাংলাদেশ নৌবাহিনী ৪৬-১৭ পয়েন্টে এগিয়েছিল। নৌবাহিনীর সজিব ৩৯ ও মিঠুন ১৩ এবং বিমানবাহিনীর তানভীর ও শিশির ১৩ পয়েন্ট করে স্কোর করেন।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

নৌবাহিনী দল : মিজানুর রহমান,মিঠুন, সামসুজ্জামান, আমির হোসেন, মেহেদী হাসান, অলিভার মার্সী, মাসুদ রানা, টুটুল বিশ্বাস, জামিল আহমেদ ,আলী হোসেন, আরিফ হোসেন বাপ্পি ও শাহানুর রহমান সজিব ।

বিমান বাহিনী দল : নয়ন মাহমুদ, মারুফ হোসেন, নাইমুর রহমান, মেহেদী,মামুনুর রহমান, খায়রুল বাশার, শরীফ, সামসুল আলম, তানভীর প্রাধান,সজিব কুমার দাস, জুবায়ের ও স্বাধীন খান।

আরআই/এমএমআর/এমকেএইচ