সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার রায়হানুল ইসলামের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিআইডি পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
সাতক্ষীরা কোর্ট পুলিশের ইন্সপেক্টর অমল কুমার বলেন, সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসমিন নাহার হত্যা মামলায় গ্রেফতার রায়হানুল ইসলামের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের মাছের ঘের ব্যবসায়ী মো. শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহী (৯) ও মেয়ে তাসমিন সুলতানাকে (৬) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহত শাহিনুর রহমানের শাশুড়ি ময়না বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা করেন। ওই হত্যা মামলায় শুক্রবার রায়হানুলকে গ্রেফতার দেখানো হয়।
সাতক্ষীরা সিআইডির পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, রায়হানুলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানাতে পারব। এখনও হত্যার রহস্য উন্মোচিত কিংবা বলার মতো কিছু নেই। তদন্ত করে রহস্য উদঘাটন করতে একটু সময় লাগবে।
আকরামুল ইসলাম/এএম/এমএস