বিনোদন

পুরস্কারের তালিকায় হৃত্বিক, নেই কঙ্গনার সিনেমা

প্রতি বছর অনুষ্ঠিত হয় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)। এবার অনুষ্ঠিত হবে ৫১তম আসর। সেখানে মনোনীত হয়েছে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ‘সুপার ৩০’ সিনেমাটি। এছাড়া গল্লি বয়, বাধাই হো, উরি এবং সার্জিক্যাল স্ট্রাইক ছবিগুলোও রয়েছে তালিকায়।

ভারতীয় তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে যে তালিকা এসেছে সেখানে নেই বিজেপি ভক্ত তারকা কঙ্গনা রানাউতের সিনেমা মণিকর্ণিকা।

তালিকায় আছে

উরি : সার্জিক্যাল স্ট্রাইকঅভিনয়ে : ভিকি কৌশলপরিচালক : আদিত্য ধর

সুপার ৩০অভিনয়ে : হৃত্বিক রোশনপরিচালক : বিকাশ বাহল

গল্লি বয়অভিনয়ে : রণভীর সিং, আলিয়া ভাটপরিচালক : জোয়া আক্তার

বাহাত্তর হুরাইনঅভিনয়ে : পবনরাজ মালহোত্রা, আমির বশিরপরিচালক : সঞ্জয় পুরান সিং চৌহান

পরীক্ষাঅভিনয়ে : আদিল হুসেন, প্রিয়াঙ্কা বোসপরিচালক : প্রকাশ ঝা

বাধাই হোঅভিনয়ে : আয়ুষ্মান খুরানা, নীনাগুপ্তপরিচালক : অমিত শর্মা

প্রসঙ্গত, সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১৬ জানুয়ারি।

এলএ/পিআর