পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলাম দীলিপ গাজী (৫০) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ।
ঘটনার ৩৬ ঘণ্টা পর নিহতের শ্বশুর আনোয়ার প্যাদাসহ নিজাম ও আমজাদ নামে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান।
পুলিশ সুপার মইনুল হাসান জানান, পায়রা বন্দর সংলগ্ন লালুয়া এলাকায় শ্বশুরের সঙ্গে যৌথভাবে জমি কেনেন দীলিপ গাজী। পরে ওই জমি পায়রা বন্দর অধিগ্রহণের পর সমস্ত টাকা শ্বশুর তুলে নেন। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
এ ঘটনার জেরে দুই লাখ টাকার বিনিময়ে গত ২২ অক্টোবর দুপুর ১২টার দিকে ভাড়াটে খুনি নিজাম ও আমজাদকে দিয়ে জামাই দীলিপ গাজীকে খুন করান শ্বশুর।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসা থেকে দীলিপ গাজীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দীলিপ লালুয়ার ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
এফএ/এমএস