জাতীয়

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৯ শতাংশ ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার ৭৯ শতাংশ ছাড়িয়েছে। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৪৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ পাঁচ হাজার ৮০৩ জন।

Advertisement

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৫ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৩৭জন।

২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর হার ৭৯ দশমিক শূন্য এক শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৫৪৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৯৮২ জন, চট্টগ্রাম বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ১৪৫ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, সিলেট বিভাগে ১০৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৬ জন রয়েছেন।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/এসআর/এমকেএইচ