দেশজুড়ে

প্রতিবন্ধী কিশোরকে চাপা দিয়ে মারল পিকআপ ভ্যান

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ভ্যানের চাপায় পারভেজ শিকদার (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হুছেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের ছবুর শিকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রতিবন্ধী পারভেজ হুছেন মার্কেট এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় সখীপুরগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক পিকআপটি আটক করা যায়নি।

এস এম এরশাদ/আরএআর/এমএস