শারজাতে আইপিএলের গুরুত্ববহ এক লড়াইয়ে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব আর কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব দলপতি লোকেশ রাহুল। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবে কলকাতা।
প্লে-অফের দৌড়ে আছে দুই দলই। অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে কলকাতা। ১১ ম্যাচের মধ্যে ৬টি জিতে চার নম্বরে ইয়ন মরগ্যানের দল। সমান ম্যাচে একটি কম জয় নিয়ে পাঁচ নম্বরে পাঞ্জাব।
কলকাতা একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাথি, নিতীশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক, সুনিল নারিন, প্যাট কামিন্স, লুকি ফার্গুসন, কমলেশ নগরকতি, প্রসিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।
পাঞ্জাব একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক), মানদ্বীপ সিং, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুদা, ক্রিস জর্ডান, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণু, মোহাম্মদ শামি এবং আর্শদ্বীপ সিং।
এমএমআর/এমএস