গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হওয়ায় উত্তর বঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।
এতে উত্তর বঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। খবর পেয়ে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করলে দুপুর সোয়া ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, বেলা পৌনে ১১টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন নগরীর ধীরাশ্রম স্টেশন ত্যাগ করে আউটার সিগন্যাল অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে উভয় দিকে বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তর বঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে। লাইনচ্যুত ইঞ্জিনের চাকা লাইনে তোলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর