লক্ষ্মীপুরে সৃজন ওসমান জিহাদ (১৭) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোর হারিয়ে গেছে। গত ৩ দিনেও একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে মা সেতারা বেগম পাগলপ্রায়। জিহাদকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্বজনরা।
জিহাদ সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের নুরুজ্জামান ব্যাপারী বাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে। হারিয়ে যাওয়ার সময় তার পরণে একটি কালো প্যান্ট ও একটি লাল-সাদা রঙের শার্ট ছিল। সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না।
জিহাদের সন্ধানে বুধবার (১১ নভেম্বর) চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন মা সেতারা বেগম।
এর আগে জিহাদ সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার দিঘলী ইউনিয়নের কাঁঠালি পোলের গোড়ায় মাহফিলে গিয়ে হারিয়ে যায়। এরপর সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
ছেলেটির সন্ধান চেয়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন স্থানে মাইকিং, লিফলেট বিতরণ ও ফেসবুকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
এতিম এই ছেলেটির সন্ধান চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তার মা। তিনি সন্তানের সন্ধান চেয়ে সকলের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
কাজল কায়েস/এফএ/পিআর