দেশজুড়ে

ধানের আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফতাব আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরের দিকে দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আফতাব আলী শ্রীপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানের আবর্জনা পরিষ্কার করার জন্য স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিতে যান কৃষক আফতাব। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

লিপসন আহমেদ/এসআর/পিআর