লক্ষ্মীপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত অটোরিকশা চালক ও যাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ফলবাহী অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশা চালক ও ফল ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
কাজল কায়েস/আরএআর/এমএস