দেশজুড়ে

জাগো নিউজে সংবাদ প্রকাশের পর শিল্প গবেষণা ভবনের মাটি ভরাট বন্ধ

অবশেষে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ রাঙ্গামাটি সাব-স্টেশনে মাটি ভরাটের কাজ বন্ধ রেখেছে জেলা প্রশাসন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাঙ্গামাটি উপকেন্দ্রের জায়গা পরিদর্শনে গিয়ে বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার ‘জলাশয় ভরাট করে শিল্প গবেষণা ভবন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় জাগোনিউজ২৪.কম-এ। সংবাদ প্রকাশের পরদিনই এ পদক্ষেপ নিল জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা বিসিএসআইআর রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন করি। পরিদর্শন শেষে তাদের কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে যোগাযোগ করতে বলেছি। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর পরবর্তী নির্দেশনা দেয়া হবে।’

বিসিএসআইআরের রাঙ্গামাটি উপকেন্দ্রের কর্মচারী নূর ইসলাম বলেন, ‘ম্যাজিস্ট্রেট এসে আপাতত কাজ বন্ধ রাখার কথা বলেছেন। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের কথা বলে গেছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

প্রসঙ্গত, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাঙ্গামাটি উপকেন্দ্রে ২ একর জমিতে মানিকছড়ি থেকে একটি ব্যক্তিমালিকাধীন পাহাড় কেটে এনে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। যার বেশিরভাগ জায়গায় কাপ্তাই হ্রদের ওপর পড়েছে। জায়গাটি বছরের ছয় মাস পানিতে ডুবে থাকে বলে অভিযোগ এলাকাবাসীর।

শংকর হোড়/এসআর/এমএস