আসন্ন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মাসুদুজ্জামান মাসুক। আগামী ২৮ ডিসেম্বর (সোমবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রথম ধাপের ২৫ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
সভায় শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মাসুদউজ্জামান মাসুককে মনোনয়ন দেয়া হয়।
এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠানোর জন্য শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সেখানে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। তারা হলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. ছালেক মিয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক, নেতা আবুল কাশেম শিবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজল উদ্দিন তালুকদার।
কামরুজ্জামান আল রিয়াদ/এসএমএম/এমএস