আসন্ন নড়াইল সদর ও কালিয়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের আবেদন ফরম জমা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সদরে আন্জুমান আরা, আশিকুর রহমান মিকু, নুরজাহান বেগম, মো. ওয়াহিদুজ্জামানসহ ১১ জন এবং কালিয়া পৌরসভার বর্তমান মেয়র মুশফিকুর রহমান লিটন, সাবেক মেয়র বি এম ইকরামুলক হক টুকু, বি এম ইমদাদুল হক টুলু, মো. শাহিদুল ইসলাম শাহি, ওয়াহিদুজ্জামান হিরাসহ ১০ জন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জীবনবৃত্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন।
বুধবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় এসব প্রার্থীদের আবদেন ফরম যাচাই-বাছাই করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভাকট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফায়ল মাহমুদ তুফান, কালিয়া উপজেলা ভাইস-চয়ারম্যান ইব্রাহিম শেখ, বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মল হাসান পিকুল, কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবিদ হাসান আব্দুল্লাহ, মোহাম্মদ লিটনসহ বিভিন্ন পর্যায়েরর নেতৃবৃন্দ।
হাফিজুল নিলু/এসআর/পিআর