দেশজুড়ে

জয়পুরহাটে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামে স্বামীর নির্যাতনে সুবর্ণা সরকার (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হযেছে। পরে সুবর্ণার স্বামী হৃদয় সরকারকে (২৪) আটক করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে গৃহবধূকে নির্যাতনের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এলকাবাসীর বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, হৃদয় সরকার দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। প্রায়ই সে স্ত্রী সুবর্ণা সরকারকে মারধর করত।

বুধবার রাতে ৯ মাসের শিশু কন্যা ও স্ত্রী সুবর্ণাকে নিয়ে হৃদয় নিজ কক্ষে শুয়ে পড়েন। পরে কলহের জেরে রাতের কোনো এক সময় নির্যাতনের পর হৃদয় তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

রাশেদুজ্জামান/এএইচ/এমকেএইচ