হবিগঞ্জের চুনারুঘাটে খাল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার শানখলা ইউনিয়নের শানখলা ইউপির লালচান্দঁ গ্রামে খালে ভাসমান অবস্থায় সোহাগ মিয়ার (১৩) লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে। নিহত কিশোর সোহাগ মিয়া ওই গ্রামের হিরণ মিয়াঁর ছেলে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চম্পক দাশ জানান, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ/এমকেএইচ