সিরাজগঞ্জের বেলকুচি রান্ধুনীবাড়ীতে ৭ মামলার আসামি সেরাজ ডাকাত ও তার ছেলে জাকিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী গ্রামের সিরাজ শিকদার (৫০) ও তার ছেলে সাঈদী শিকদার (১৭)।
সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শাহীনুর কবির জানান, বাবা ও ছেলে রান্ধুনীবাড়ী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চর কোনাবাড়ী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।
তিনি জানান. এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে তাদের হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রস্তুতি চলছে। নিহত সিরাজ শিকদারের নামে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে। তবে তার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমকেএইচ/এমআরএম