দেশজুড়ে

পঙ্গু রিকশাচালককে দোকান উপহার দিলেন পুলিশ সুপার

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিকশাচালককে দোকান উপহার দিয়েছেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের পঙ্গু রিকশাচালক আবুল খায়েরকে তিনি এ উপহার দেন।

দুই বছর আগে নিজ এলাকায় রিকশা চালাতে গিয়ে আবুল খায়ের বাবুল দুর্ঘটনায় আহত হয়ে ডান পায় মারাত্মক জখম হয়। তার এ দুর্ভোগের কথা শুনে মানবিক পুলিশ ইউনিট সঠিক চিকিৎসার ব্যবস্থা করে। এবার ভবিষ্যতের কথা চিন্তা করে দোকান উপহার দিল।

দোকান পেয়ে খুশি আবুল খায়ের। আবেগাপ্লুত হয়ে তিনি জানান, এখন আর কষ্ট হবে না সংসার চালাতে। দোকান থেকে যে আয় হবে তা দিয়ে তার সংসার চলবে।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, পঙ্গু রিকশাচালককে কারও কাছে হাত পাততে হবে না। এ দোকানের আয় দিয়ে তিনি সংসার চালাতে পারবেন।

মিজানুর রহমান/জেএইচ/এমকেএইচ