দেশজুড়ে

দেয়ালজুড়ে বঙ্গবন্ধু

বাঙালির অহংকারের ৬ দফা থেকে শুরু করে মুক্তির সংগ্রাম এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে বঙ্গবন্ধু গ্যালারি।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের দেয়াল জুড়ে শিল্পী আমিনুল ইসলামের রঙ তুলিতে বাঙালির সাহস, সংগ্রাম, মাবনতা ও সম্প্রীতির চেতনায় ফ্রেমবন্দি হয়েছেন বাঙালির মহানায়ক।

কাঠের ফ্রেমে সাজানো এ গ্যালারিতে শিল্পী আমিনুল ইসলামের রঙ তুলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের উল্লেখ্যযোগ্য অংশ ফুটে উঠেছে।

বাঙালির ঐতিহাসিক মুক্তির সনদ ১৯৬৬ সালের ‘ছয়দফা’র চিত্রপট শিল্পী রঙ তুলিতে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা যড়যন্ত্র মামলায় শুনানিতে হাজির হওয়ার চিত্রপট স্থান পেয়েছে বঙ্গবন্ধু গ্যালারিতে। ভারতের অহিংস আন্দোলনের প্রবক্তা মাহাত্মা গান্ধী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতিকথাও স্থান পেয়েছে এ গ্যালারিতে।

শিল্পীর সাদা কালো রঙের ছটায় ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ঐতিহাসিক মুহূর্তও বন্দি হয়েছে। এখানে স্বাধীন বাংলায় বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন এবং জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণের আলোকচিত্রও রয়েছে।

‘নয়ন সম্মুখে তুমি নাই,নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই ’ এমন চেতনায় পিতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহমাখা রঙিন চিত্রকর্ম দেখে মুগ্ধ হবেন দর্শনার্থীরা।

বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন নানা শ্রেণি পেশার মানুষ। নান্দনিক শিল্পকর্মে সাজানো বঙ্গবন্ধু গ্যালারি দেখে থমকে দাঁড়ান দর্শনাথীরা। এই চিত্রকর্ম দেখে যে কেউ মুগ্ধ হবেন এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

বঙ্গবন্ধু গ্যালারিতে সেলফি তুলে ফ্রেমবন্দি হচ্ছেন দর্শনার্থীরা। পর্যাপ্ত আলোর পাশাপাশি বঙ্গবন্ধু গ্যালারির নিরাপত্তায় থাকবে সিসি টিভি ক্যামেরা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, মুজিববর্ষে সারাদেশে যখন সরকারিভাবে ম্যুরাল স্থাপিত হচ্ছে তখন ব্যাতিক্রমী কিছুর করার চিন্তা থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু গ্যালারি’। চিত্রকর্মে বাঙালির মুক্তির নায়ক বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও সংগ্রাম ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। নান্দনিক এ চিত্রকর্মের মধ্য দিয়ে সাধারণ মানুষ বঙ্গবন্ধু ও বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে পারবে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমকেএইচ