সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়ানডে সিরিজের দলটিকেই অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা।ওয়ানডের মতো তাই টি-টোয়েন্টিতেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। আগামী শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু দল।সিরিজের শেষ ও দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে রোববার।উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন,মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।আরটি/বিএ