নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে বাড়িতে গাঁজার চাষ করে দীর্ঘদিন ব্যবসা করার অভিযোগে নাহিদ উদ্দিন জুনায়েদ (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে পাঁচশ গ্রাম গাঁজা ও ৪০টি গাঁজার গাছ জব্দ করা হয়। আটক নাহিদ উদ্দিন জুনায়েদ জাহাজমারা ইউনিযনের এক নং ওয়ার্ডের মো. জাহাঙ্গির আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাহিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার তথ্য মতে বাড়ির পেছনে চাষ করা ৪০টি গাঁজার গাছ উদ্ধার করে। পরে নাহিদের বসত ঘরে তল্লাশি করে আরও পাঁচশ গ্রাম শুকনা গাঁজা জব্ধ করা হয়।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে শনিবার সকালে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মিজানুর রহমান/এএইচ/জেআইএম