দেশজুড়ে

বেগমগঞ্জ উপজেলা পরিষদে আবারও ভোট দাবি বিএনপির

এজেন্টদের মারধর, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে না দেয়াসহ ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন।

ভোট গ্রহণের একদিন পর শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনী কলেজ রোড এলাকায় নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, দিনভর বেশিরভাগ কেন্দ্র ভোটার শূন্য থাকলেও রাতে গণনায় মোট ভোটারের অর্ধেকের মতো ভোট গ্রহণ দেখানো হয়। কুড়িয়ে পাওয়া কিছু ব্যালট দেখিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার ভোট চলাকালীন বিভিন্ন স্থানে ব্যালট ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে। প্রতীকের উপর ভোটের মূল সিল না মেরে মারা হয় নির্বাচন কমিশনের সিল।

নির্বাচনে ১৫ জন নেতাকর্মীকে বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করা হয়। মাইজদী, লক্ষ্মীপুরসহ উপজেলার বাইরে থেকে শত শত বহিরাগতদের এনে জাল ভোট দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ভোট চলাকালীন বিভিন্ন অনিয়মের কারণ দেখিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর ৮০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার জন্য তাৎক্ষণিক পুলিশ, ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশন এমনকি সাংবাদিকদের বলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এসব অনিয়মের অভিযোগে ভোট স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ অনেকে।

মিজানুর রহমান/এফএ/এমএস