দেশজুড়ে

শিশু তালহা হত্যা, নেশাগ্রস্ত সেই যুবককে আদালতে সোপর্দ

সুনামগঞ্জ পৌরশহরের গুজাউড়া হাছননগরে এনামুল হক মুসা (তালহা) নামের চার বছরের শিশুকে মাথায় পাথর মেরে নির্মমভাবে খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর ঘাতক ওমর ফারুককে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন নিহত তালহার চাচা নুর হোসেন।

ওমর ফারক সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের মৃত ছান্দ আলীর ছেলে।

সুনামগঞ্জ সদর থানার পুলিশ জানিয়েছে, মামলার পর ওমর ফারুককে আমল গ্রহণকারী আদালতের সুনামগঞ্জ সদর জোনে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের গুজাউড়া হাছননগরে এনামুল হক মুসা (তালহা) কে মাথায় পাথর মেরে নির্মমভাবে খুনের অভিযোগ উঠে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ওমর ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশু খুনের ঘটনাটি পাশের একটি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জাগো নিউজকে জানান, আটক ওমর ফারুকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত শিশু তালহার চাচা নুর হোসেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

লিপসন আহমেদ/এসএমএম/এমকেএইচ