স্বাস্থ্য

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি স্থগিত

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’র কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক শেখ রবিউল আলম খোকন কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শেখ রবিউল আলম খোকন বলেন, ‘নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ’র দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সমন্বয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’র ব্যানারে গত ২৬ নভেম্বর থেকে ইপিআই ও হাম-রুবেলা ক্যাম্পেইনের সব কার্যক্রমসহ দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রের টিকাদান কার্যক্রম থেকে কর্মবিরতি পালন করা হয়। সুশৃঙ্খলভাবে দীর্ঘ ১৭তম দিন কর্মবিরতি পালন কালে তিনজন সহকর্মীকে হারিয়েছি আমরা।’

তিনি বলেন, ‘সামনে বাঙালি জাতির ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস। অন্যদিকে করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে করোনা ভ্যাকসিন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উপরন্তু জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে সরকার হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধনসহ কার্যক্রম শুরু করছেন। জনগণের জীবন রক্ষায় এসব কার্যক্রমের সঙ্গে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সম্পর্ক অবিচ্ছেদ্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস, মহামারি করোনার প্রভাব বৃদ্ধি, করোনা ভ্যাকসিন সংরক্ষণে সহযোগিতা, শিশু ও গর্ভবতী নারীদের প্রতি মানবিক দায়বদ্ধতা এবং দেশ ও জাতির স্বার্থ বিবেচনা করে কর্মবিরতি সাময়িক স্থগিত ঘোষণা করছি। আগামীকাল ১৪ ডিসেম্বর থেকে সবাইকে কাজে যোগদানের অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘হাম-রুবেলা ক্যাম্পেইন চলাকালীন ‘নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেড প্রদানের দৃশ্যমান অগ্রগতি না হলে স্থগিত কর্মবিরতি পুনরায় চালু করা হবে এবং জেলা, বিভাগ, রাজধানীতে বিভিন্ন কর্মসূচি দেয়া হবে।’

‘এছাড়া ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় আমাদের সহকর্মীদের শাস্তিমূলক ব্যবস্থাস্বরূপ যাদের শোকজ করা হয়েছে তা বাতিল করতে হবে। বিনা অপরাধে চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বদলি করা স্বাস্থ্য সহকারী হুমায়ূন রশিদ চৌধুরীর বদলি আদেশ প্রত্যাহার করে রাউজানে পুনর্বহাল করতে হবে এবং কর্মবিরতি স্থগিত করার পর কারো বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না।’

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির প্রধান সমন্বয়ক দিনেশ চন্দ্র মণ্ডল, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান পান্না ও কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ওয়াসিউদ্দীন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/এআরএ/এমকেএইচ