দেশজুড়ে

ট্রান্সমিটার চুরি করতেন তারা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রান্সমিটার চুরির ঘটনায় চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উল্লাপাড়া উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে নয়নগাছি এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নয়ানগাঁতী গ্রামের মৃত হামিদ হোসেনের ছেলে ইউনুছ আলী (৪৮) ও একই গ্রামের মৃত রাজা আলীর ছেলে রাজিব (২৪), চরশ্রীফলগাঁতী গ্রামের মৃত গোলবার মণ্ডলের ছেলে জিলিম (৫৫), গুচ্ছগ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জলিল (৫৫) এবং নেওয়ারগাছা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আরশাদ (৫৪)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে উল্লাপাড়ার বেশ কয়েকটি এলাকায় ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে নয়নগাছি এলাকায় এই চোরচক্রকে ধরতে অভিযান চালায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সমিটারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস