পদ্মা সেতু বাংলাদেশের মানুষের পৈতৃক সম্পত্তি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
‘পদ্মা সেতু কারও পৈতৃক সম্পত্তি নয়’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের পৈতৃক সম্পত্তি। তবে বিএনপির নয়। কেননা- বিএনপি এটা নিয়ে ষড়যন্ত্র করেছে।
তিনি আরও বলেন, আমাদের সৌভাগ্য শেখ হাসিনার মতো যোগ্য নেতা পেয়েছি। তিনি দেশের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দেন। আজ বিজয় দিবসে গর্ব করে বলতে পারি পদ্মা সেতু হয়ে গেছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল আলম ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী প্রমুখ।
আজিজুল সঞ্চয়/এএইচ/এমএস